আকাঙ্ক্ষা
রাফাতুল ইসলাম আদিল
চাই গো আমি বলিতে চাই,
বলিতে তোমায় চাই-
আপন মনে ধরেছে তোমায়
এ কথাটি বলিতে চাই,ওহে বলতে দাও।
নির্জন দ্বীপের পথ ধারায়
আমি হাটতে চাই,
ওগো হাটবে কি সাথে নিয়ে আমায়?
এসেছিলে বৃষ্টির সেই নীরব রাতে
বীণাখানি ছিল হাতে,
বাজিয়ে গেলে স্বপন মাঝে
তুমিই ছন্নময়ী।
তোমায় নিয়ে আমি দেখিতে চাই,
জোসনার ওই চন্দ্রিমার আলো।
তোমায় আমি বলিতে চাই,
মনে মনে মন তোমারে চায়।
Comments
Post a Comment