Skip to main content

কবিতা-৩

ভোরের কুয়াশা
রাফাতুল ইসলাম আদিল

কুয়াশা ভোরে আসিয়া তুমি
বলিবে আমায়,
ওগো চল দুজনে যাই
হেটে আসি নির্জন দক্ষিণায়।

নিষ্পন্ন হৃদয়ে ভাবিয়া আমি
পাই না যে কুল,
আসিবে তুমি হৃদয়ে মোর।

আজও আমি হেথায় থাকি,
গাইতে তোমার গান।
চাইগো তোমার ভূবন-মাঝে
এইটুকু মোর স্থান।

ভোরে যখন আকাশ জুড়ে
বাজবে বীণা,সোনার সুরে
আমি যেন না রই দূরে
এই দিয়া মোর মান।

Comments

Popular posts from this blog

কবিতা-২

           ছায়াময়ী রাফাতুল ইসলাম আদিল কতই নামে ডেকেছি যে, কতই ছবি একেঁছি যে, কোন আনন্দে চলেছি তার         ঠিকানা না পেয়ে- যতবার আলো জ্বালাতে চাই          নিবে যায় বারে বারে। আমার জীবনে তোমার আসন         গভীর অন্ধকারে। পুষ্প যেমন আলোর লাগি না জেনে রাত কাটায় জাগি, তেমনি তোমার আশায় আমার     হৃদয় আছে ছেয়ে.

কবিতা-১

         আকাঙ্ক্ষা রাফাতুল ইসলাম আদিল চাই গো আমি বলিতে চাই,      বলিতে তোমায় চাই- আপন মনে ধরেছে তোমায় এ কথাটি বলিতে চাই,ওহে বলতে দাও। নির্জন দ্বীপের পথ ধারায়          আমি হাটতে চাই, ওগো হাটবে কি সাথে নিয়ে আমায়? এসেছিলে বৃষ্টির সেই নীরব রাতে বীণাখানি ছিল হাতে, বাজিয়ে গেলে স্বপন মাঝে             তুমিই ছন্নময়ী। তোমায় নিয়ে আমি দেখিতে চাই, জোসনার ওই চন্দ্রিমার আলো। তোমায় আমি বলিতে চাই,  মনে মনে মন তোমারে চায়।