ভোরের কুয়াশা
রাফাতুল ইসলাম আদিল
কুয়াশা ভোরে আসিয়া তুমি
বলিবে আমায়,
ওগো চল দুজনে যাই
হেটে আসি নির্জন দক্ষিণায়।
নিষ্পন্ন হৃদয়ে ভাবিয়া আমি
পাই না যে কুল,
আসিবে তুমি হৃদয়ে মোর।
আজও আমি হেথায় থাকি,
গাইতে তোমার গান।
চাইগো তোমার ভূবন-মাঝে
এইটুকু মোর স্থান।
ভোরে যখন আকাশ জুড়ে
বাজবে বীণা,সোনার সুরে
আমি যেন না রই দূরে
এই দিয়া মোর মান।
রাফাতুল ইসলাম আদিল
কুয়াশা ভোরে আসিয়া তুমি
বলিবে আমায়,
ওগো চল দুজনে যাই
হেটে আসি নির্জন দক্ষিণায়।
নিষ্পন্ন হৃদয়ে ভাবিয়া আমি
পাই না যে কুল,
আসিবে তুমি হৃদয়ে মোর।
আজও আমি হেথায় থাকি,
গাইতে তোমার গান।
চাইগো তোমার ভূবন-মাঝে
এইটুকু মোর স্থান।
ভোরে যখন আকাশ জুড়ে
বাজবে বীণা,সোনার সুরে
আমি যেন না রই দূরে
এই দিয়া মোর মান।
Comments
Post a Comment